মূল উপাদান –
ব্যাসিলাস প্রজাতি ১.৫ বিলিয়ন সিএফইউ/গ্রাম, ল্যাকটোব্যাসিলাস,প্রজাতি ১ বিলিয়ন সিএফইউ/গ্রাম, এনজাইম সমূহঃ এমাইলেজ,প্রোটিয়েজ, সেলুলেজ,লাইপেজ এবং ফাইটেজ।
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
‘বায়োপ্রোব’ পুকুর বা ঘেরের তলদেশে মাছের মল,মৃত প্লাংকটন,খাবারের উচ্ছিষ্টাংশ ও অন্যান্য জৈব পদার্থ দ্রুত শোধন করে। ক্ষতিকর অনুজীবের আধিক্য কমিয়ে উপকারী অনুজীবের আধিক্য নিশ্চিত করে। বায়োপ্রোব ব্যবহারের কারণে চিংড়ি / মাছের গায়ের রং উজ্জ্বল হয়।
মাত্রা ও প্রয়োগ বিধি –
মৎসচাষেঃ ৪০-৫০ গ্রাম / ১০০ শতাংশ। অথবা, মৎস্য বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।