মূল উপাদান –
বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০%
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –রোগ সৃষ্টিকারী জীবাণু ( যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ভাঙ্গাস, প্রোটোজোয়া ইত্যাদি) ধ্বংস করে সবুজ ও নীলাভ – সবুজ শৈবালের মাত্রারিক্ত বৃদ্ধি প্রতিহত করে। মাছ ও চিংড়ির দেহে জমে থাকা শৈবাল প্রোটোজোয়া যেমন -জুথামনিয়াম ইত্যাদি দূরীভূত করে মাছ ও চিংড়ির ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখে। চিংড়ির মোল্টিং বা খোলস পাল্টাতে সহায়তা করে।
মাত্রা ও প্রয়োগ বিধি –
জীবাণু ধ্বংসেঃ ১৫০-২০০ মিলি পুকুর বা ঘেরে ৩-৬ ফুট পানিতে প্রতি বিঘায়/৩৩ শতকে পোল্ট্রি ও গবাদিপশুঃ ১০-২০ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে। অথবা, মৎস্য বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।