অক্সিফিল (ট্যাবলেট) - Oxyfill (Tablet)

মূল উপাদান –
সোডিয়াম পার কার্বনেট ৯০%

ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
‘অক্সিফিল’ (টেবলেট) দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করে। জলাশয়ের ক্লোরিন এর পরিমাণ হ্রাস করে। ইহার নিয়মিত ব্যবহার মাছ/চিংড়িকে পরিবেশ ও প্রতিবেশ হতে সৃষ্ট ধকল থেকে মুক্ত রাখে।

মাত্রা ও প্রয়োগ বিধি –
সাধারণ অক্সিজেন স্বল্পতায়ঃ ৩০০-৪০০ গ্রাম/একর। তীব্র অক্সিজেন সংকটেঃ ৫০০-৭০০ গ্রাম /একর। অথবা,মৎস্য বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *