মূল উপাদান –
ভিটামিন -এ – ১০,০০০ আই.ইউ ভিটামিন-ডি৩ ২,০০০ আই.ইউ ভিটামিন-ই ৮০০ মি.গ্রা. ভিটামিন-এইচ ৩৫ মি.গ্রা. ভিটামিন-কে৩ ৩৫ মি.গ্রা. সিলিনিয়াম ৪ মি.গ্রা. পটাশিয়াম আয়োডিন ৪০০০ মি.গ্রা. কপার সালফেট ৯৬০ মি.গ্রা. কোবাল্ট সালফেট ৪০ মি.গ্রা. জিংক সালফেট ৮২৫ মি.গ্রা. ল্যাকটিক এসিড ব্যাসিলাস ২×১০^৮ সিএফইউ ঈস্ট ৫×১০^১০ সিএফইউ
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
ওলান ফোলা কমায়, ওলানের প্রদাহ দূর করে, ওলানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওলানের জীবাণু সংখ্যা কমায়,ওলানের পিএইচ ভারসাম্য রক্ষা করে, ওলানের কোষকে সজীবতা দান করে, ওলানের রক্তপাত বন্ধ করে,সোমাটিক সেল কাউন্ট কমিয়ে দুধের গুণগত মান বজায় রাখে।
মাত্রা ও প্রয়োগ বিধি –
দৈনিক ৫০ গ্রাম খাবারের সাথে মিশিয়ে ৪ দিন খাওয়াতে হবে। অথবা রেজিস্ট্রার্ড ভেটেনারিয়ান এর পরামর্শ অনুযায়ী।