সোয়াক্যাল - পি (ভেট) Suacal - P

মূল উপাদান –
প্রতি ২০ মিলিতে আছে ক্যালসিয়াম ৩২৫.৬ মি. গ্রা,
ফসফরাস ১৬৭.৭ মি.গ্রা,
ম্যাগনেসিয়াম ২০ মি.গ্রা. ও স্ট্রোবেরী ফ্লেভার পরিমাণমত

ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা-
দুধ উৎপাদন ও শরীরের বৃদ্ধি সোয়া্কেল পি ব্যবহার ত্বারান্বিতো করতে, মিল্ক ফিভার,পিকা ও গর্ভফুল আটকে যাওয়া,ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগ প্রতিরোধে, পেরেসিস, অস্টিওমেলেসিয়া এবং গর্ভবতী পশুর ক্যালসিয়ামের ঘাটতি জনিত রোগের চিকিৎসায়, নবজাতক পশুর রোগ ও দূর্বলতা প্রতিরোধে, কেইজ লেয়ার ফ্যাটিগ, নরম ও পাতলা খোসা যুক্ত ডিমের উৎপাদন প্রতিরোধে এবং ডিমের উৎপাদন বাড়াতে,এগ ড্রপ সিনড্রোম রোগ প্রতিরোধে এবং ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধিতে সোয়াক্যাল – পি ব্যবহার্য।

মাত্রা ও প্রয়োগ বিধি –
ছোট পশুঃ প্রতিটি প্রাণিকে ২০-২৫ মিলি করে দিনে ২ বার প্রতি মাসে ৭ – ১০ দিন খাওয়াতে হবে।
বড় পশুঃ প্রতিটি প্রাণিকে দৈনিক ১০০ মিলি করে প্রতি মাসে ৭-১০ দিন খাওয়াতে হবে। পোল্ট্রিঃ মুরগির বাচ্চা ( ১ম সপ্তাহে ) ঃ ৫ মিলি ১-২ লিটার খাবার পানিতে। অথবা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *