মূল উপাদান –
সরবিটল, কারনিটিন, মিথিওনিন,কোলিন ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
খাদ্যে উৎপন্ন টক্সিন, লিভারে জমা হওয়া অতিরিক্ত ফ্যাট, কৃমির সংক্রমণ,অনিয়ন্ত্রিত থেরাপিউটিকের ব্যবহার লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস করে, সোয়ালিভ ভেট-এ অবস্থিত উপাদানসমূহ উল্লেখিত সকল সমস্যা দূর করে লিভারের ক্ষতিগ্রস্থ টিসু সমূহ পুনর্জীবিত করার মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে। ইহা গামবোরো রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর।
মাত্রা ও প্রয়োগ বিধি –
গবাদিপশুঃ ১ মিলি ১-২ লিটার পানিতে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে। অথবা পশু বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।