একুয়াট্রান্স - Aquatrans

মূল উপাদান –
কপার কম্পাউন্ড

ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –” একুয়াট্রান্স ” একটি আদর্শ এলজিসাইড। এটি পুকুরের গারো সবুজ শ্যাওলা বা প্লাংকটন ব্লুম প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন কর। পানির স্বচ্ছতা বৃদ্ধি করে। পানিকে ভারী হওয়া থেকে বিরত রাখে। ফাইটোপ্লাংটনের বৃদ্ধি রোধ করে। মাছের বা চিংড়ির চলাচল বৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি করে। বহিঃপরজীবীর বিরুদ্ধেও কাজ করে। খামারের পরিবেশ উন্নত রাখে।

মাত্রা ও প্রয়োগ বিধি –
প্রতিরোধেঃ ১-২ লিটার/একরে,৩-৫ ফুট পানির জন্য নিরাময়েঃ ৩-৪ লিটার/একরে, ৩-৫ ফুট পানির জন্য অথবা, মৎস্য বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *