মূল উপাদান –
অতি প্রয়োজনীয় লিভার ডি টক্সিফিক্যান্ট দ্বারা প্রস্তুতকৃত।
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
খাদ্য গ্রহণ করার কারণে উৎপন্ন বিভিন্ন টক্সিন, লিভারে জমা হওয়া অতিরিক্ত ফ্যাট, কৃমির সংক্রমণ এবং অনিয়ন্ত্রিত থেরাপিউটিকের ব্যবহার লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস করে। লিভাটিউন এ অবস্থিত উপাদান সমূহ এ সকল সমস্যা দূর করে লিভারের ক্ষতিগ্রস্ত টিস্যু সমূহ পুনর্জীবিত করার মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে।
মাত্রা ও প্রয়োগ বিধি –
মাছ/চিংড়িঃ ০.৫ গ্রাম /কেজি খাবারে মিশিয়ে। পোল্ট্রি ও গবাদিতেঃ ০.৫-১ গ্রাম /কেজি খাবারে মিশিয়ে অথবা, মৎস্য বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।