মূল উপাদান –
সিলভার নাইট্রেট ১% সলিউশন
ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
চোখ দিয়ে পানি পড়া, চোখে চুল পড়া, কনজেক্টিভাইটিস,কর্নিয়াল আলসারেশন সরাসরি সূর্যালোকের সংস্পর্শে এবং বাহিরের কোন কিছুর সংস্পর্শে (যেমন ঘাস) আসলে চোখে ব্যথা অনুভূত।
মাত্রা ও প্রয়োগ বিধি –
পোল্ট্রিঃ ১গ্রাম প্রতি ১-২লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। গবাদিপশুঃ ৫-১০ গ্রাম প্রতিটি গরুকে পরপর ৫-৭দিন খাওয়াতে হবে। অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।