টক্সিওনিল (ভেট) Toxionil (Vet)

মূল উপাদান –
Yucca schidigera গাছের নির্যাস 

ব্যবহার ক্ষেত্র / নির্দেশনা –
পোল্ট্রিঃ পোল্ট্রির পাকস্থলী এবং লিভার হতে সৃষ্ট অ্যামোনিয়া ও অন্যান্য বিষাক্ত গ্যাস দূর করে, অ্যামোনিয়া ঘটিত ব্লট দ্রুত লাঘব করে এবং খামারকে দূর্গন্ধ মুক্ত রাখে। দৈহিক ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খাদ্য রূপান্তরের হার উন্নত করে।
গবাদিপ্রাণীঃ গবাদিপ্রাণীর পাকস্থলীর অ্যামোনিয়া ও অন্যান্য বিষাক্ত গ্যাস দূর করে, অ্যামোনিয়া ঘটিত ব্লট দ্রুত লাঘব করে এবং খামারকে দূর্গন্ধমুক্ত রাখে। গবাদি প্রাণীর নাইট্রোজেন ব্যবহার ক্ষমতা উন্নত করে। রুচি বৃদ্ধি করে। দৈহিক ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

মাত্রা ও প্রয়োগ বিধি –
পোল্ট্রিঃ ১গ্রাম প্রতি ১-২লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। গবাদিপশুঃ ৫-১০ গ্রাম প্রতিটি গরুকে পরপর ৫-৭দিন খাওয়াতে হবে। অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *